1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

আইপিএল খেলতে মোস্তাফিজ চেন্নাইয়ে

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ২০ মার্চ, ২০২৪

আইপিএলের আসন্ন আসরে খেলতে চেন্নাই পৌঁছেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১৯ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।

মোস্তাফিজ লিখেছেন, ‘‘আমার নতুন অভিযান নিয়ে আমি রোমাঞ্চিত ও উন্মুখ। ২০২৪ সালের আইপিএলের জন্য চেন্নাইয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আমার সেরাটা দিতে পারি।’’

সোমবার বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলেন মোস্তাফিজ। প্রথম দুই ম্যাচে তিনি ছিলেন একাদশের বাইরে। দারুণ বল করা এই পেসার লঙ্কানদের ইনিংসের শেষভাগে পায়ে চোট পেয়ে বেরিয়ে যান। তবে সেটা গুরুতর হয়ে ওঠেনি।

চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে গত ২ মার্চ থেকে অনুশীলন করছে আইপিএলের যৌথ সর্বোচ্চ পাঁচবারের শিরোপাজয়ী চেন্নাই। মোস্তাফিজ গিয়ে ওই ক্যাম্পে যোগ দেবেন। রবিবার ক্যাম্পে যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্র।

আইপিএলে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে অভিষেক হয় মোস্তাফিজের। আইপিএলে এটি তার সপ্তম আসর। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে নিলামে দুই কোটি রুপিতে তাকে দলে নেয়।

আগামী ২২ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলে একমাত্র বিদেশী পেসার শ্রীলঙ্কার পাথিরানা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় মোস্তাফিজের একাদশে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব