1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি||

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ৪ মার্চ, ২০২৪
ডেইরি ফার্মের
ডেইরি ফার্মের

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি গরু ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতের দল। রবিবার (৩ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আমতল এলাকার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সি কে ডেইরি ফার্ম থেকে গরুগুলো নিয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক পক্ষ।

ডেইরি ফার্মের মালিক চেমন আরা বেগমের ছেলে মিজানুর রহমান বলেন, ‘ডাকাতরা এসে খামারের দারোয়ান জয়নাল আবেদীনকে প্রথমে পুলিশ পরিচয় দেয়।

এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে খামারের পেছনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং খামারে থাকা ৪৫টি গরুর মধ্যে ৩টি গরু নিয়ে যায় ডাকাতরা। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে জানতে বোয়ালখালী থানার ওসি আসহাব উদ্দীনকে তার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এর আগে গত ২৯ ডিসেম্বর শুক্রবার এক-ই কায়দায় রাত দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শাহ আমানত ভবনে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি হয়েছিল।

এ সময় ডাকাতের দল ৭ টি বাসা থেকে বেশ কয়েকটি মোবাইল, চার ভরি স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এতে সাত পরিবারের প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

এবং গত ১৮ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বড়ুয়ার টেক এলাকার প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করেন ডাকাতরা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব