1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

কবিতা:- *”ব্যথা”* তানজিলা তানজু লেখা।।

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
কবি:- তানজিলা তানজু , দৈনিক দেশবানীর, নিয়মিত লিখিকা
কবি:- তানজিলা তানজু , দৈনিক দেশবানীর, নিয়মিত লিখিকা

কবিতা:-

ব্যথা

লেখিকা:- তানজিলা তানজু

যেতে চায় কে সেথা,
যেখানে প্রাপ্তি হিসেবে থাকে ব্যথা।
ব্যথার আঘাতে কতো হৃদয় চূর্ণবিচূর্ণ
বেঁচে আছে মরা কাঠের মতো হয়ে আশা খুন্ন।
অতৃপ্তির বেদনায় কুঁড়ে কুঁড়ে যে খায়
অন্তর ঘর শেষ করে দেয় জ্বালাময় ব্যথায়।
কাকে কিভাবে কখন, ব্যথায় ভিতর জ্বালিয়ে করে দহন।
নাহি তা বলা যায়,
ছটফট করে ক্বলবখানি ব্যথার যন্ত্রণায়।
স্বল্প ব্যথায় কাতর,
অত্যাধিক ব্যথায় মন হয়ে যায় পাথর।
তীব্র ব্যথার আঘাতে,
ঘুমানো যায়না রাতে।
কিছু ব্যথা আছে যা চোখে দেখা যায়,
আর কিছু ব্যথা যা কেউ দেখেনা ভিতরেই মন পোড়ায়।
শরীরের ব্যথার চেয়ে মনের ব্যথার যন্ত্রণা হয় বেশি,
যেই ব্যথা বয় রক্তের শিরায় পচায় মাংসপেশি।
কিছু মানুষের কথার ব্যথা এতোটাই বিষাক্ত ,
আঘাতে ক্ষত বিক্ষত হয়ে হৃদয় হয় তিক্ত।
কারো ব্যথা কেউ বুঝেনা যারটা সেই বুঝে,
নির্দয়া সব মানুষগুলো ব্যথা বাড়ানোর কারণ খুঁজে।
কারো ব্যথার কারণ ক্ষুদার জ্বালা, কারো দারিদ্র্যতা,
কারো বা ভালোবাসার অভাব,
সবকিছু পেয়েও না পাওয়ার ব্যথা কিছু মানুষের স্বভাব।
এতো সমস্ত ব্যথার হবে কি করে অবসান,
ব্যথিত হৃদয় খুঁজে বেড়ায় ব্যথার পরিত্রাণ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব