1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

পৃথিবী টাকার গোলাম।

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
কবি:- তানজিলা তানজু , দৈনিক দেশবানীর, নিয়মিত লিখিকা
কবি:- তানজিলা তানজু , দৈনিক দেশবানীর, নিয়মিত লিখিকা

কবি

 তানজিলা তানজু

টাকার গোলাম

এই এক অদ্ভুত জামানা,

এখানে কেউ টাকা ছাড়া

কিছু বুঝেনা।

দিবা -রাত্র সকল গাত্র টাকাকে জানায় আদাব – সালাম

ধর্মের নীতি দিয়ে ইতি

টাকার পিছু ছুটাছুটি

বাদ দিয়ে নামাজ -কালাম।

গোটা পৃথিবী আজ টাকার গোলাম।

টাকার কাছে বিক্রি হয়

 বিবেক- মনুষ্যত্ব,

নির্দ্বিধায় গ্রহণ করে সবাই,

 মনুষ্যত্বের বদলে পশুত্ব।

যার আছে টাকার পাহাড়,

জয়, সম্মান সবই তাহার

ভবে চলে তারই রাজত্ব।

অর্থলোভে মত্ত হয়ে

 ভুলে যায় নিজের আমিত্ব।

জিজ্ঞাসিলাম আমি,

ওহে টাকা! তুমি কেন এতো দামি, তুমি তো কেবলই

তুচ্ছ কাগজের টুকরা,

প্রতিউত্তরে বললো টাকা

আমি ছাড়া দুনিয়া ফাঁকা,

দেখেছো কখনো আমাকে

 ডাস্টবিনে ফেলে দিতে লোকেরা।

এই বুঝি তবে টাকার জাদু

যারে চিনে সন্ন্যাসী ও সাধু।

মোটা অংকের টাকা পেতে,

 প্রতিযোগিতায় সবাই মাতে।

অনায়াসে করে ফেলে

 সব বিবেকবর্জিত কাজ,

টাকার তালে সবাই নাচে

ধুঁয়ে ফেলে সব শরম -লাজ।

টাকাই জীবনের সৌনদর্য

টাকাই কারুকাজ,

টাকার কাছে চলেনা কোনো ভালো মানুষের সাজ।

টাকার মোহে পড়ে দেখেছি

 কতো করতে আপনজনের খুন,

টাকার শক্তি এতোই বেশি

 এতোই টাকার গুণ।

চুরি, ডাকাতি, অপহরণ,

হত্যা , ছিনতাই, রাহাজানি,

এইসবের মূলে টাকার

খেলা-মেলা ছিনিমিনি।

আর কিছু না চিনলেও

সবাই টাকাকে ভালোই চিনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব