রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভোলা-৩ আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এবং বিভিন্ন কেন্দ্র থেকে ফোনে জাল ভোট দেওয়ার তথ্য জেনে সাংবাদিকদের তার নিজের বাসায় একটি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন।
তিনি বলেন, ভোটে কোনও পেশিশক্তি কিংবা কারচুপির হবে না বলে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনারের আশ্বাস দিয়েছিলেন বলে আমরা নির্বাচনে আসি। প্রত্যেকটি কেন্দ্র নৌকার লোকজন আমাদের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছে। আইনি প্রশাসন ও নির্বাচন জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব বিষয় আমি লিখিত অভিযোগ করেও কোন লাভ হয়নি।
তাহলে এই নির্বাচন দিয়ে লাভ কী? পুলিশসহ প্রিসাইডিং অফিসার নীরব। এই পরিবেশ পরিস্থিতিতে আমি মনে করি নির্বাচনের মাঠে থাকার কোনও প্রয়োজন নেই। যার জন্য আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
যদিও লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, কোথাও কোনো প্রার্থীর কর্মীসমর্থকদেরকে কেউ বাধা দিচ্ছে না। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও নির্বাচন চলছে শান্তিপূর্ণ।