1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

শীতের সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট।।

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
শীতের সকালে জাতীয় শ্রমিক লীগ ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার তৎপরতা। সংগৃহীত ছবিঃ- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী
শীতের সকালে জাতীয় শ্রমিক লীগ ভোটারদের কেন্দ্রে উপস্থিত করার তৎপরতা। সংগৃহীত ছবিঃ- মোঃ মুরাদ হোসেন, দৈনিক দেশবানী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শীতের সকালে শুরু হয়েছে । ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোটাররা। সুষ্ঠুভাবে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন তাঁরা। আজ রবিবার রাজধানী মোহাম্মদপুর অবস্থিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ সরজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির বাইরে ভীড় জমিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় জাতীয় শ্রমিক-লীগ ও অন্যান্য নেতাকর্মীরা। গেটের বাইরে তারা সারিবদ্ধ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। গেটের ভিতর নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। ভোট কেন্দ্রের নারী কক্ষের সামনে লাইন দেখা গেছে।

ভোট শুরু হওয়ার আগে থেকেই ১০-১৫ জন নারীকে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। তবে পুরুষ কক্ষের সামনে কেও লাইন দাড়ায় নি। গেটের বাইরে দাঁড়ানো স্থানীয় নেতাকর্মীরাই একে একে আসছেন আর ভোট দিচ্ছেন।

ভোটের শুরুতে ছোট বোনকে নিয়ে ভোট দিতে আসছেন মোঃ মিলন। দৈনিক দেশবানীকে তিনি বলেন, ‘অনেকদিন পর ভোট দিতে আসলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব