ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমা নামাজের পর।
শুক্রবার জুমার নামাজে খুতবাই মোহাম্মদপুর শাহী জামে মসজিদের প্রেস ইমাম সাহেব এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
এই সময় বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের ধর্মীয় বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত সাবেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স মোঃ মোস্তাফিজুর রহমান মুরাদ (পিপিএম) জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেন।
পবিত্র জুমার নামাজে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিয়ানদের নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এই সময় অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।
বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের ধর্মীয় বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত সাবেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মুরাদ (পিপিএম) ও শাহী জামে মসজিদের প্রেস ইমাম সাহেব সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একে একে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর শাহী জামে মসজিদ ও দারুল হাদিস মাদ্রাসা এর সভাপতি ও বিভিন্ন ওলামায়ে কেরাম বৃন্দ এবং সর্বস্তরের তৌহিদী জনতা।
জুমার নামাজের পর শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে লালমাটিয়া কলেজ রোড দিয়ে জাকির হোসেন সড়ক হয়ে টাউন হলে সামনে দিয়ে শহরের বিভিন্ন চত্বর ঘুরে আবার পুনরায় শাহী জামে মসজিদে একত্রিত হয়ে মিছিলটি
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের জোর দাবি জানিয়ে মিছিলটি সমাপ্ত ঘোষণা করা হয়।