1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করবে

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
নির্বাহী কমিটির এক আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভা সব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে , অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করবে সংগৃহীত ছবি:- দৈনিক দেশবানী মোঃ মুরাদ হোসেন

কংগ্রেসের মূলনীতি সুস্থ দ্বারা রাজনীতি, এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ আগস্ট) বিকেল পাঁচটায় কেন্দ্রীয় কার্যালয় নির্বাচনকে সামনে রেখে নির্বাহী কমিটির এক আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভা সব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে , অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করবে ।

তবে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করে না তারা।
দলটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছেন।
এবং উক্ত নির্বাচনে প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার আওতা আনার জন্য, নির্বাচন কমিশনারের কাছে দাবি রেখেছেন।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনে সম্ভাবনা দলসমূহের সাথে নির্বাচনের পরিবেশ সৃষ্টি লক্ষ্যে জোট করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আলোচনা সভায় বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন এক পর্যায়ে বক্তারা বলেন নজিরবিহীন লুট-পাট করে আওয়ামী লীগ সরকার দেশকে গভীর সংকটে ফেলেছে। এখন সরকার দেশকে সম্পূর্ণ ধ্বংস করতে চায়।

এই সময় সরকারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার রাজধানী বাংলামোটরস কেন্দ্রীয় কার্যালয় এসব কথা বলেন , বাংলাদেশ কংগ্রেসের পার্টির নেতারা।

সাতক্ষীরা -৩ আসনের এমপি প্রার্থী মো: নাজমুল হুদা, বলেন রাতের আধারে জনগণের ভোট নিয়ে ছিনি-বিনি খেলতে দিবে না সরকারকে সংগ্রহিত
ছবি:- দৈনিক দেশবানী মোঃ মুরাদ হোসেন

এই সময় বক্তারা জনগণের ভোটা আদায়ের লক্ষ্যে মাঠে শেষ পর্যন্ত লড়াই করবে বলে জানিয়েছেন।সাতক্ষীরা -৩ আসনের এমপি প্রার্থী মো: নাজমুল হুদা, বলেন রাতের আধারে জনগণের ভোট নিয়ে ছিনি-বিনি খেলতে দিবে না সরকারকে। এ সময় তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন (হিরো আলম) এর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন এ ধরনের হামলা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় দেশটির পরবর্তী সাধারণ নির্বাচনের আগে একটি আতঙ্কের বার্তা দিচ্ছে। কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে এ হামলার নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে বলে জানিয়েছেন।
ভোট জালিয়াতি সম্পর্কে জনগণকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছি । আমরা জনগণকে তাদের ভোটাধিকার সম্পর্কে বলতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আহ্বান জানাতে চাই।

‘তাদের প্রধান দাবি নির্দলীয় প্রশাসনের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করা। ভোলা দুই আসনের বাংলাদেশ কংগ্রেস এর এমপি প্রার্থী মোঃ হাসান শেঠ বলেন, আমরা জনগণকে সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে সম্পৃক্ত করতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’ ’

জনগণ নির্বাচনের নামে প্রহসন দেখছে। জনমত তৈরি করে আমাদের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’
এ সময় বক্তারা বলে ‘বর্তমান সরকারের অধীনে এক হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল অপরিবর্তিত থাকবে। এ জন্য আমাদের নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।’ প্রার্থীরা নির্বাচনের সময় নিজ নিজ আসনে তাদের অভিজ্ঞতা এবং ভোট কারচুপির বিভিন্ন অভিযোগর বর্ণনা দেন।

দলটির মহাসচিব এ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলামের নেতৃত্বে । নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য দলটির আন্দোলন করবে বলে জানিয়েছেন প্রত্যেকটি কেন্দ্রের সিসি ক্যামেরার আওত আনতে হবে ,
একমত পোষণ করেছেন দলের অন্যান্য নেতারা।
এই সময় উপস্থিত ছিলেন,
বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, ভাইস-চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন দলের যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ-আল-মামুন, সাংগঠনিক-সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, ও দপ্ত-সম্পাদক মোঃ তুষার রহমান সহ দলের অন্যান্য নেতাকর্মীগণ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব