শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সমাবেশে সিপিবি নেতারা এ দাবি জানান। দলটির ঢাকা মহানগর দক্ষিণ কমিটি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানানো হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনকালীন একটি নির্দলীয় তদারকি সরকার গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। তাঁরা বলেছেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সে জন্য প্রয়োজন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।
এ সময় সিপিবি নেতারা বলেন, বর্তমান সরকার আজীবন ক্ষমতায় থাকতে আগামী নির্বাচন অতীতের মতো ভোটারবিহীন, প্রতিদ্বন্দ্বিতাহীন ও একতরফাভাবে সম্পন্ন করতে চায়।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে দেশের শাসনপ্রক্রিয়ায় ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনাশ করেছে যারা, তারাই অতীতের মতো আরেকটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টানার চেষ্টা চালাচ্ছে।
গণতন্ত্র ও প্রতিনিধিত্বশীল শাসনের দীর্ঘ অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হওয়ার ক্ষেত্রে বিবদমান সাম্রাজ্যবাদী শক্তিসমূহ এবং আঞ্চলিক আধিপত্যবাদী রাষ্ট্রগুলো চরম প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন সিপিবির নেতারা।
এ সময় সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বর্তমান সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।