1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম।

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
বিসিবি সভাপতির বাসা থেকে যখন নিচে নামলেন ঘণ্টা দেড়েক পর, এমন সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি বল্লেন অধিনায়ক তামিম সংগৃহীত ছবি:- দৈনিক দেশবানী

অধিনায়কত্ব ছেড়ে দিলেন তামিম
কালো কাচে ঘেরা গাড়িতে এসেছিলেন তামিম ইকবাল। মাথায় ক্যাপ, গায়ে গাঢ় নেভি ব্লু শার্ট ও পরনে কালো প্যান্ট।
চোখেমুখে তার হতাশাও ছিল স্পষ্ট। বিসিবি সভাপতির বাসা থেকে যখন নিচে নামলেন ঘণ্টা দেড়েক পর, তখনও তাই।
মুখে কেবল আলাদা একটা হাসি, হয়তো বিভিন্ন গনমাধ্যম সামনে বলেই। এরপর দিতে হলো কঠিন এক সিদ্ধান্তের ঘোষণা।

বিসিবি সভাপতির বাসা থেকে যখন নিচে নামলে ওয়ানডে অধিনায়ক তামিম সংগৃহীত
ছবি:- দৈনিক দেশবানী

ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম। প্রায় চার বছর ধরে গুছিয়ে আনা বিশ্বকাপ নেতৃত্ব স্বপ্ন ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন তামিম। কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলছেন দলের স্বার্থেই।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৃহস্পতিবার তিনি জানান, ‘দলের স্বার্থে
অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি। ’
আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচটি খেলে পরদিন অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। ৫ জুলাইয়ে হওয়া সেই ম্যাচটিই হয়ে থাকল তামিমের শেষ অধিনায়কত্ব করা ম্যাচ। চট্টগ্রামে এই ম্যাচের পরদিনই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

সংরক্ষিত ফাইল ছবি:- দৈনিক দেশবানী

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করলেও এক মাসের ছুটি পান দেশসেরা এই ওপেনার।
ছুটি থেকে ফিরে এশিয়া কাপ ও বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তামিমের। এই সময়টায় লন্ডনে গিয়ে পিঠের চিকিৎসা করেন তিনি। ইনজেকশন দিয়ে দুই দেশে ফিরে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও ক্রিকেট বোর্ডের প্রধানকে নিয়ে আলোচনায় বসেন। আর এখানেই আসে সিদ্ধান্ত।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব