হৃদরোগে আক্রান্তদের জন্য পেসমেকার ও ভালভ বাড়তি দামে বিক্রির প্রমাণ মিলেছে কারওয়ান বাজার এলাকার দ্য স্পন্দন লিমিটেড (The Spondon Ltd.) নামের একটি প্রতিষ্ঠানে। PM3562 মডেলের পেসমেকার স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রতিষ্ঠানটি সেটি ৫ লাখ ৪৯ হাজার টাকায় বিক্রি করেছে।
রোববার (২৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কারওয়ান বাজার এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এসময় প্রতিষ্ঠানটির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২৪ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। ওই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
হৃদরোগে আক্রান্তদের জন্য পেসমেকার ও ভালভ বাড়তি দামে বিক্রির প্রমাণ মিলেছে কারওয়ান বাজার
আব্দুল জব্বার মন্ডল এ বিষয়ে জানান, বাড়তি দামে বিক্রি ছাড়াও প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ভালভ পাওয়া যায়। ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা সবজি সংরক্ষণ করে রাখা হয়। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় রশিদে কার্বন কপি ব্যবহার না করে ক্রেতার নিকট থেকে ইচ্ছামতো মূল্য নেয়।
এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।