1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

প্রার্থীর বাড়ির সামনে অস্ত্র মহড়া, কাউন্সিলর আফতাব কারাগারে

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩

নির্বাচনকালীন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের মামলায় কারাগারে গেলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আফতাব হোসেন খান।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট জুবায়ের বখত।

আদালত সূত্রে জানা যায়, নির্বাচনকালীন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খানের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বাদী হয়ে আফতাব হোসেন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। সোমবার আদালতে এসে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব