নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। আগুনের খবর পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে ফতুল্লায় যাওয়ার পথে চাষাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম।
নিহত হওয়া ফায়ার সার্ভিসের গাড়িচালকের নাম জাহাঙ্গীর বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
এর আগে ফতুল্লায় একটি গার্মেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।
ফতুল্লার বিসিক শিল্প এলাকায় ফকিরা অ্যাপারেলসে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে যাওয়ার সময়ই এই দুর্ঘটনার শিকার হন ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর।
কোথা থেকে আগুনের সূত্রপাত্র সেটি এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লিমা খানম।