1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন

গাজীপুরে মানবতাবিরোধী মামলার আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১৬ জুলাই, ২০২৩

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সদস্যরা শনিবার তাকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে। র‌্যাব মিডিয়ার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম কুতুব উদ্দিন ওরফে কুতুব আলী আনছারী। বয়স ৭০ বছর। ওই ব্যক্তি গত দুই বছর ধরে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কুতুব উদ্দিন এবং তার সহযোগীরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইতুলিয়া গ্রামে মুক্তিযোদ্ধাদের হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, পাশবিক নির্যাতন, নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওই অভিযোগে ২০২০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। পরের বছর ২১ অক্টোবর কুতুব উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব