1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ খবর
আইনজীবীদের কর্মবিরতি-আন্দোলনে অচল চট্টগ্রাম আদালত আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজদের নিয়ে বার্তা দিলো চেন্নাই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান

নোয়াখালীতে ইশরাকের গাড়ি বহরে হামলার চেষ্টা; রাস্তায় নামল জনতা

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রায় অংশগ্রহণ করতে নোয়াখালীতে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জের ধরে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এসময় একটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে সংঘর্ষকারীরা। ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাইপাস ও হোসেন পাম্পের সামনে দফায় দফায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবীদল ও জাসাস এর আয়োজনে নোয়াখালীতে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহা-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার বিকেলেই ঢাকা থেকে নোয়াখালী আসার পথে সোনাইমুড়ী বাইপাস এলাকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরের পেছনে থাকা মোটরসাইকেল বহরে হামলার চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ইশরাক হোসেনের গাড়ি বহরের সাথে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়াসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে।

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে আসার পথে পুলিশের সহযোগিতায়  যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিতে আসে। এ সময় আমাদের কর্মীরা তা প্রতিহত করার চেষ্টা করে।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তায় নামলে আওয়ামী সন্ত্রাসীরা পলায়ন করে। এসময় স্থানীয় উত্তেজিত জনতা হামলা করতে আসা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা নিরাপদে নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছি এবং আগামীকালে কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করছি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান জানান, ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেছন থেকে হামলা চালানোর চেষ্টা করে।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

অভিযোগের বিষয়ে জানাতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের বলেন, বিষয়টি আমার জানা নেই।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বিএনপির নেতা ইশরাকের গাড়ি বহরে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব