1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

যশোরে জমি নিয়ে বিরোধ: চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজাদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১১ এপ্রিল, ২০২২

যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা আব্দুর রহমানকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে।

বাবাকে ঠেকাতে যাওয়ায় ছেলে আরিফ হোসেনকেও পিটিয়ে জখম করার অভিযোগও ওঠেছে তাদের বিরুদ্ধে।

গতকাল রোববার রাতে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং গুরুতর আহত আরিফ সেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতের অপর ছেলে টিটুল বলেন, ‘চাচাতো ভাই আজিজুল ও মফিজুর ইসমাইলদের সঙ্গে আমাদের জায়গা-জমির বিরোধ দীর্ঘদিনের। গতকাল বিকেলে ঘর করার জন্য মাটি কাটা হচ্ছিল। সন্ধ্যায় বাবা আব্দুর রহমান তাদের বাড়িতে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই আজিজ-মফিজুর, ইসমাইল ও হৃদয় এসে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে।’

‘বাবা মাটিতে লুটিয়ে পড়লে ছোটভাই আরিফ তাকে বাঁচাকে এগিয়ে যায়। তাকেও তারা বাঁশ দিয়ে পেটায়। পরে বাবা ও ভাইকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসলে তাদের ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। রাত এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যান। আরিফ হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা আব্দুর রহমান নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন—এমন সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে।’

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব