টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে যৌনপল্লীতে যৌনকর্মী ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের কান্দাপাড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক যৌনকর্মীদের কম্বল ও দুই শতাধিক শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।