মাতৃভাষায় কুরআন বুঝুন – মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেশ গড়ুন স্লোগান নিয়ে রাজধানীর মোহাম্মদপুর নুরজাহান রোডের বাইতুল ফজল জামে মসজিদ মাদ্রাসায় আল কুরআন প্রচার সংস্থা আকপও বাংলাদেশের উদ্যোগে দেশবরেণ্য আলেম-ওলামাদের নিয়ে নিয়মিত কুরআন থেকে আলোচনা অনুষ্ঠান “কুরআনের বিধান” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল- মাদক মুক্ত বাংলাদেশ গঠনে আমাদের করনীয়।
সোমবার ( ১৪ মার্চ ২০২২) রাত ৮ ঘটিকায় আল- কুরআন প্রচার সংস্থা আকপও বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আল্লামা খালিলুর রহমান জিহাদীর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম সেলিম। প্রধান অতিথি বগুড়া ৭ এর সাংসদ পীরে কামেল শাহ্ সুফি আল্লামা রেজাউল করিম বাবলু। প্রধান মুফাচ্ছির হিসেবে ছিলেন মোহাম্মদপুর নুরুল উমুল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা আমজাদ হোসেন কাসেমী। বিশেষ আলোচক রবিউল ইসলাম, এম এ ( ইসলামিক স্টাডিজ), এমফিল ( কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলাম) কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন শাইখ মুফতি ওসমান গনি সিনিয়র যুগ সাধারণ সম্পাদক জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় কমিটি। মুনাজাত পরিচালনা করেন মাওলানা ফেরদৌস হোসাইন, ভাইস প্রিন্সিপাল, বাইতুল ফজল ইসলামীয়া আলীয়া মাদ্রাসা । অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মো গোলাম মাওলা পাটোয়ারী, প্রিন্সিপাল, বাইতুল ফজল ইসলামীয়া আলীয়া মাদ্রাসা। সার্বিক সহযোগিতা আল কুরআন প্রচার সংস্থা (আকপও) বাংলাদেশ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ আল্লামা ইদরিস আলম আল কাদেরী চট্টগ্রাম ও আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটি অন্যান্য নেতাকর্মী।