1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

সাজেকের হোটেল-রিসোর্ট-কটেজ বন্ধ থাকবে দুই দিন

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

ইউপি নির্বাচন উপলক্ষে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিন সেখানকার সব হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ বন্ধ করার নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন। সাজেক ইউনিয়ন পরিষদ ভোটকে কেন্দ্র করে সব ধরনের ঝুঁকি এড়াতে সাজেকে অবস্থিত কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রশাসনের নির্দেশনা আরোপের পর কটেজ মালিকদের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।

বিষয়টি নিশ্চিত করে সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানিয়েছেন, শুক্রবার আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ কটেজ-রিসোর্ট বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আমরা সমিতির আওতাধীন কটেজ-রিসোর্ট মালিকদের ৬ ও ৭ ফেব্রুয়ারি সব কটেজ রিসোর্ট বন্ধের নির্দেশনা জানিয়ে দিয়েছি। ‘
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফুল ইসলাম বলছেন, ৭ ফেব্রুয়ারি সাজেক ইউপিসহ বাঘাইছড়ির অন্যান্য ইউপিতে ভোটকে কেন্দ্র করে ভোট সংশ্লিষ্ট ব্যতীত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে সাজেক ভ্যালিতে পর্যটক আসা-যাওয়াও বন্ধ থাকবে। এ ছাড়া ৬ ও ৭ ফেব্রুয়ারি এই দুই দিন সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ রাখতে বলেছি আমরা।

প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে রাঙামাটির তিন উপজেলায় ইউপি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব