ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে নান্দাইল-তাড়াইল আঞ্চলিক সড়ক। প্রায় ১৬ কিলোমিটার এই সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন ইটভাটার মাটি বহন করে নেওয়ার ফলে পড়ে থাকা মাটি ভিজে সামান্য বৃষ্টিতেই তা পিচ্ছিল হয়ে গিয়ে ঘটছে অহরহ দুর্ঘটনা। গতকাল বৃহস্পতিবার শেষ রাতের বৃষ্টিতে ওই সড়কের বিভিন্ন জায়গায় পড়ে থাকা ইটভাটার মাটি পিচঢালা সড়কে মিশে গিয়ে সড়ক হয়ে পড়ে ব্যবহারের অনুপযোগী ও বিপদজনক। এ অবস্থায় আজ শুক্রবার সকাল থেকেই সড়কটিতে ঘটছে দুর্ঘটনা।
কোনো ধরনের প্রাণহানি না ঘটলেও অনেক লোকজন আহত হয়ে তাঁদের বহন করা যানবাহন পিচ্ছিল খেয়ে পড়ছে সড়কে পাশে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক ঘণ্টার সামান্য বৃষ্টিতেই ইটভাটার পরিত্যক্ত মাটি পুরো রাস্তাকে কর্দমাক্ত করে দিয়েছে। শুত্রবার ভোর থেকে চলাচল করা বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে। ফলে ওই সব যানবাহন যতক্ষণ না উদ্ধার করা হয় ততক্ষণ চলাচল করা সকল ধরনের যানবাহন বন্ধ থাকে। ফলে এক ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে।
শুক্রবার সকালে ওই সড়কটিতে গিয়ে দেখা যায়, দুইটি মোটরবাইক, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ছাড়াও দুইটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই পড়ে রয়েছে। এলাকার লোকজন জানায়, পিচঢালা সড়কটিতে মাটি পড়ে থাকায় যানবাহনের চাকায় মাটি পিষ্ট হয়ে যায়। এই অবস্থায় বৃষ্টি হওয়ায় তা ব্যাপক পিচ্ছিল হয়ে যায়। ফলে হাটাও অসম্ভব হয়ে পড়ে। দূর থেকে দেখলে মনে হয় না এটা কোনো পিচঢালা সড়ক। সড়কের পাশে বসতবাড়িও দোকানপাটে ঢুকে যাচ্ছে দুর্ঘটনা কবলিত যানবাহন।
এদিকে ইটভাটা থেকে অহরহ মাটি নেওয়ার ফলে অনেক সড়কেই মাটি পিষ্ট হয়ে আছে। বৃষ্টি হলে ওই সব সড়কটি বিপদজনক হয়ে যায়। এ বিষয়ে গত ২ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপিত হলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর জানান, এ ব্যাপারে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।