তারা একসঙ্গে পড়াশোনা করতো, চলতোও একসঙ্গে। মৃত্যুও হলো একসঙ্গে! পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এই ৩ বন্ধুর মৃত্যু গতকাল বুধবার। এদিন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
তিন বন্ধু হলো- বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের বীরপাশার আলফাজ মিয়ার ছেলে নিবিড় আহমেদ অন্তর, কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আনন্দ আহমেদ আবির। তাদের বয়স ১৬-১৭ বছরের মধ্যে। স্থানীয় কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণিতে পড়তো তারা।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ এমরান খান জানান, ২০২২ সালে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল নিহত তিন বন্ধুর। তারা সব সময় একসঙ্গে চলাফেরা করতো। এমন মৃত্যু মেনে নেয়ার মতো নয়।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় কেনা বাজার থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে বেড়াতে বের হয়েছিল তিন বন্ধু। হবিগঞ্জের মাধবপুরে যাওয়ার কথা থাকলেও কেনা বাজার থেকে ৪ কিলোমিটার এগুলেই দুর্ঘটনার কবলে পড়ে তারা। এ সময় ঘটনাস্থলে ২ বন্ধুর মৃত্যু হয়, অন্যজন মারা যায় ঢাকায় আনার পথে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় গতকাল রাতে। অন্যজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক মর্গে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম জানান, পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। পরে গাড়ি দুটি জব্দ করা হলেও পিকআপ চালক পালিয়ে যান। এ ঘটনায় মহাসড়ক আইনে একটি মামলা হয়েছে।