1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

সব ক্লাস অনলাইনে নেওয়ার প্রস্তাব রাবি শিক্ষকদের

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় সব ধরনের ক্লাস সশরীরের পরিবর্তে অনলাইনে নেওয়ার প্রস্তাব দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। এছাড়াও বিধিনিষেধ পালনে কড়াকড়ি আরোপ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. কুদরত-ই জাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জুবেরি ভবনে শিক্ষক সমিতির অফিসে শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে চারটি বিষয়ে প্রস্তাব গ্রহণ করে সেগুলো দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন পরিস্থিতি বেড়েই চলেছে। বাংলাদেশেও এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে। দেশে গত কিছু দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার হারও বৃদ্ধি পাচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষের সমাগম ঘটে। বিভিন্ন বিভাগে ইতোমধ্যে নতুন বর্ষের ক্লাসও শুরু হয়েছে। অনেক বিভাগে পরীক্ষাও চলমান রয়েছে। করোনাভাইরাসের প্রকোপ আবার বৃদ্ধি পেলেও অনেকের মধ্যে এখনো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনীহা লক্ষণীয়।

এ পরিস্থিতিতে শিক্ষকদের প্রস্তাবগুলো হচ্ছে- বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরনের ক্লাস সশরীর গ্রহণের পরিবর্তে যত দ্রুত সম্ভব অনলাইনে গ্রহণের ব্যবস্থা নেওয়া। ক্যাম্পাসে অবস্থিত সব ধরনের দোকানপাটে করোনার বিধিনিষেধ কঠোরভাবে পালনের উদ্যোগ গ্রহণ। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসে সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কড়াকড়ি আরোপ। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে করোনা চিকিৎসার সুব্যবস্থা করা এবং বিশেষ করে প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেন সিলিন্ডার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব