মুরাদ হোসেন, ভোলা: আবারো উত্তাল লালমোহন পৌরসভা।সীমাহীন দূর্ণীতি, ক্ষমতার অপব্যবহার,লুটপাট, টেন্ডারবাজি, বিপুল পরিমান অর্থ আত্নসাৎসহ নানা প্রকারের অনিয়মের মাধ্যমে পৌরসভার কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উপস্থাপন করে পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন কে অভিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলার লালমোহন পৌরঃ কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ ই জানুয়ারি) বেলা ১১ টায় পৌরসভার কাউন্সিলর ও নাগরিকবৃন্ধের ব্যানারে লালমোহন পৌর কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনে পৌর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা বলেন- আমাদের পৌরসভায় কোটি কোটি টাকা পৌর কর আদায় করেও আমরা আজ অভূক্ত। স্ত্রী সন্তান নিয়ে আমরা ১০২ জন কর্মকর্তা – কর্মচারী আজ না খেয়ে মরতে বসেছি। এসময় তাদের অনেকে ক্ষোভে ও দুঃক্ষে কান্নায় ভেঙ্গে পরেন। এসময় পৌরসভার কর আদায় কর্মকর্তা উপস্থিত সাংবাদিক ও জনতার সামনে বিভিন্ন অর্থ বছরে তাদের কর বাবদ আয়ের হিসাব তুলে ধরেন। এতো আয় থাকার পরেও তারা কেন বেতন পান না এবিষয়ে তদন্তের মাধ্যমে ক্ষতিয়ে দেখতে স্থানীয় সরকার মন্ত্রনালয় ও জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানান।
পৌর কাউন্সিলররা ও তাদের বক্তব্যের মাধ্যমে মেয়রের দূর্ণীতির চিত্র তুলে ধরেন। তারা অভিযোগ করে বলেন- প্রতি বছর মেয়র কোটি কোটি টাকা বাজেট করেন যা আমরা কোন কাউন্সিলরই জানি না। কোন খাতে কত টাকা বাজেট হয়, কত টাকা বরাদ্দ হয় তা আমাদের কে জানানো হয় না।
অনুষ্ঠিত মানববন্ধন থেকে লালমোহন পৌর মেয়রকে দুর্নীতি পরায়ন আখ্যা দিয়ে তাকে দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানানো হয়েছে।
পৌরসভার কাউন্সিলর ও নাগরিকবৃন্ধের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন- পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী সহ পৌর সভার ১০২ জন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ তথা নারী পুরুষ নির্বিশেষে পৌর এলাকার সাধারণ মানুষ।
উল্লেখ্য,গত ৪ ই জানুয়ারি ভোলার স্পেশাল জজ আদালতে উক্ত পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে পৌরসভার অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা হয়।ওই মামলা তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন কে নির্দেশ দেয় বিজ্ঞ আদালত।