1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

অধ্যাপক সাইদা হত্যা: গেপ্তার আনোয়ারুল ৩ দিনের রিমান্ড

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফ্ফার (৭১) হত্যা মামলায় গ্রেপ্তার রাজমিস্ত্রি আনোয়ারুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শনিবার (১৫ জানুয়ারি) গাজীপুরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের তথ্য নিশ্চিত করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ও কাশিমপুর থানার পরিদর্শক শেখ মিজানুর রহমান।

তিনি জানান, এই হত্যাকাণ্ডের অনেক রহস্যই এখনো উম্মোচন হয়নি। এসব বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আনোয়ারুলকে আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

সাঈদা গাফফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। ২০১৬ সালে তিনি অবসরে যান। তিনি কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকায় একটি তিন তলা ভবনের দোতলায় ভাড়া থাকতেন। তার স্বামী প্রয়াত কিবরিয়াউল খালেকও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাদের চার সন্তানের মধ্যে দুই মেয়ে থাকেন অস্ট্রেলিয়ায়। এক মেয়ে ঢাকার উত্তরায় এবং ছেলে মতিঝিলে থাকেন। দুদিন ধরে নিখোঁজ জানিয়ে থানায় জিডি করেছিলেন তার মেয়ে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আনোয়ারুল ইসলাম গাইবান্ধার সাদুল্লাপুর থানার বুজুর্গ জামালপুর গ্রামের আনসার আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। থাকতেন গাজীপুরের কাশিমপুরে। সেখানে একটি ফ্ল্যাট নির্মাণ করছিলেন শিক্ষক সাঈদা গাফফার। আর তার ওই নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন আনোয়ারুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, প্রকল্প এলাকার ভেতরে নির্জন জায়গায় অধ্যাপক সাঈদার সঙ্গে থাকা টাকার লোভে পড়ে যান আনোয়ার। আনোয়ার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সাইদা চিৎকার করেন। তখন গলার ওড়না চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে আনোয়ার। তারপর থাকা টাকা ছিনিয়ে নিয়ে রাতেই গাইবান্ধায় পালিয়ে যায় সে। পরে গত ১১ জানুয়ারি সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন ফোন করে সাঈদার সাড়া পাচ্ছিল না। পরদিন তার মেয়ে সাহিদা আফরিন এ ব্যাপারে কাশিমপুর থানায় একটি জিডি করেন।

দীপঙ্কর রায় আরও জানান, ওই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, সাঈদার নির্মাণাধীন ফ্ল্যাটে দিনের কাজ শেষে ১১ জানুয়ারি আনোয়ারুলসহ শ্রমিকরা সবাই চলে যায়। পরদিন সকালে অন্যরা কাজে যোগ দিলেও আনোয়ারুল অনুপস্থিত ছিলেন। এরপর পুলিশ তার খোঁজ শুরু করে। পরে প্রযুক্তির সহায়তা নিয়ে গাইবান্ধা থেকে আটক করা হয় আনোয়ারুলকে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অধ্যাপক সাঈদার নবনির্মিত ফ্ল্যাট থেকে দুইশ গজ দূরে ঝোঁপের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাইদা গাফ্ফারের ছেলে সাউদ ইফখার বিন জহির জানান, তার মা এই বাসায় থেকে পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হাউজিং প্রকল্পে বাড়ি নির্মাণকাজ দেখাশোনা করতেন। বাড়ির কাজও প্রায় শেষের দিকে। ৩০ জানুয়ারি নতুন বাসায় ওঠার কথা ছিল তাদের।

তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন এলাকাটি অরক্ষিত। নামে মাত্র নিরাপত্তাকর্মীর ব্যবস্থা রয়েছে। সন্ধ্যার পর নিরাপত্তাকর্মীদের খুঁজেও পাওয়া যায় না।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব