চার হয়নি, ছয়ও নয়। তাহলে একজন বোলারের একটি বল থেকে সর্বোচ্চ কত রান নিতে পারেন কোনো ব্যাটসম্যান? এ বিষয়ে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। ব্যাটসম্যানরা যত খুশি দৌড়ে রান নিতে পারেন। কিন্তু বল সীমানার কাছাকাছি গেলেও সাধারণত ব্যাটসম্যানরা দৌড়ে তিন রানের বেশি নিতে পারেন না। কখনো কখনো দৌড়ে চার রানও নিতে দেখা যায়। ফিল্ডাররা ওভার থ্রো করলে পাঁচ রানও হতে পারে।
Meanwhile, across the Tasman Sea… ⛴️
Chaos in the field for Bangladesh as Will Young scores a seven (yes, you read that correctly!) 😅#NZvBAN | BT Sport 3 HD pic.twitter.com/fvrD1xmNDd
— Cricket on TNT Sports (@cricketontnt) January 9, 2022
ক্রাইস্টচার্চ টেস্টে আজ বাংলাদেশের ফিল্ডারদের হাস্যকর এক ভুলে ইবাদত হোসেনের এক বল থেকে ৭ রান হয়েছে! অথচ সেই বলে আউটও হয়ে যেতে পারতেন উইল ইয়াং। নিউজিল্যান্ডের সংগ্রহ তখন বিনা উইকেটে ৯২ রান। মধ্যাহ্নবিরতির পর প্রথম ওভারটি করছিলেন ইবাদত। ওভারের শেষ বলে ইয়াংয়ের ব্যাট ছুঁয়ে বল যাচ্ছিল প্রথম স্লিপে। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো ফিল্ডার লিটন দাস সেটিকে ক্যাচ বানাতে গিয়ে ফেলে দেন!
এরপর বল চলে যায় ফাইন লেগে। তা থেকে তিন রান নিয়ে নেন ইয়াং ও টম ল্যাথাম। সীমানা থেকে ফেরত পাঠানো বল বোলিং প্রান্তে থ্রো করেন উইকেটকিপার নুরুল হাসান। সেই থ্রো সব ফিল্ডারকে ফাঁকি দিয়ে চলে যেতে থাকে সীমানার দিকে। বলের পেছনে ছুটতে থাকেন ইবাদত, কিন্তু নাগাল আর পাননি। ফল যা হওয়ার তাই হয়েছে—১ বলে ৭ রান!
চার হলে আম্পায়ার হাত দিয়ে ঢেউ খেলিয়ে সংকেত দেন। ছয় হলে তিনি দুই হাত মাথার ওপর তোলেন। কিন্তু স্কোরারকে আম্পায়ার কীভাবে বোঝাবেন যে ৭ রান হয়েছে। এক হাতের পাঁচটি, আরেক হাতের দুটি আঙুল দেখিয়ে তিনি ৭ রানের সংকেত দিলেন!