শুক্রবার রাতে মহেশপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মহিদুল ইসলামকে
আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেনের নেতৃত্বে
একটি চৌকস দল শুক্রবার রাতে উপজেলার সামন্তা বাজার থেকে আসামী মহিলদুলকে
আটক করে। বৃহস্পতিবার দিবাগত রাতে স্ত্রী রোজিনাকে হত্যা করে সে পালিয়ে
যায়। শুক্রবার সকালে নিহত রোজিনার পিতা বাবুল আক্তার বাদি হয়ে মহেশপুর থানায়
একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-৬২ তারিখ ২৬/১১/২১ইং। মামলার তদন্তকারী
কর্মকর্তা ওসি(তদন্ত) ইসমাইল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাকে
সামন্তা এলাকা থেকে আটক করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো
হয়েছে।
উল্লেখ্য,উপজেলার কাজীরবেড় ইউপির চাদরতনপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী
রোজিনা খাতুনের সঙ্গে প্রতিবেশী আক্কাস আলীর পরকীয়া প্রেম থাকায় তাদের
মধ্যে প্রায়ই কলহ হতো। ঘটনার দিন রাতে মোবাইলে কথা বলতে দেখে মহিদুল ক্ষিপ্ত
হয়ে বটিনা দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।