1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কম্পিউটার, স্মার্টফোনের মতো ডিজিটাল ডিভাইসে ই-মেইলসহ পাসওয়ার্ড নিয়ে গবেষণায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। গবেষণা অনুযায়ী, বিশ্বের ৫০টি দেশের মধ্যে ৪৩টি দেশেই এক নম্বর পাসওয়ার্ডে রয়েছে ১২৩৪৫৬। এই তালিকায় বাংলাদেশের নাম নেই। এমন দুর্বল পাসওয়ার্ডে হ্যাকিং বাড়ছে বলে জানা গেছে। যদিও ভারতের সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হলো—Password। কারণ কোয়াটি কি-বোর্ডের ধরনের ওপরে ভিত্তি করেই ভারতে বেশির ভাগ পাসওয়ার্ড তৈরি হয়। কিন্তু সহজ পাসওয়ার্ড হওয়ার কারণে বেশির ভাগ ক্ষেত্রেই হ্যাকারদের আক্রমণের মুখে পড়তে হয় আমাদের ভারতীয় পাসওয়ার্ডগুলোকেই। জাপানেও সর্বাধিক জনপ্রিয় পাসওয়ার্ড হিসেবে ‘Password’-ই ব্যবহার করা হয়। সম্প্রতি গবেষণাপ্রতিষ্ঠান নর্ডপাস এ তথ্য জানিয়েছে।

গবেষণায় জানা গেছে, এ ধরনের ২০০টি পাসওয়ার্ডের মধ্যে ৬২টি পাসওয়ার্ড সহজেই ক্র্যাক করা যায়। এ জন্য নিজেদের অ্যাকাউন্টের সুরক্ষার জন্য সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করা দরকার। নিজেদের নাম, জন্ম তারিখ ইত্যাদি কমন বিষয় না বেছে অন্যান্য অক্ষর, সংখ্যা এবং শব্দ বেছে নিতে হবে সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করার জন্য। এ ছাড়া নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কিছুদিন অন্তর এই পাসওয়ার্ড বদলানো দরকার। সংস্থার গবেষণা অনুযায়ী, পাসওয়ার্ড ছাড়া ‘iloveyou’, ‘krishna’, ‘sairam’, ‘omsairam’-এর মতো শব্দও পাসওয়ার্ড হিসেবে বেশি ব্যবহার করে মানুষজন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব