আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত কর্মী-সমর্থকদের দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞার দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়ল হাট ও বালিয়া বাজারে এ ঘটনা ঘটে। নৌকা প্রতীক ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীদের অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা একে অপরে এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘মোড়লহাটের পাশে নৌকা প্রতীকের প্রার্থীর বাড়ির পাশ দিয়ে আমার ভাতিজা মাহাবুব আলম ও ভাতিজা আপেল আলী গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে গেলে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। আহত দুজনকে বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসা দিয়ে গতকাল বুধবার সকালে বাড়িতে নিয়ে এসেছি।’
আহত মাহাবুব বলেন, ‘ভোটারেরা আমাকেই ভোট দিবেন জানতে পেরে এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। এর আগেও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে তাঁরা।’
তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞা বলেন, ‘বালিয়া বাজার ও মোড়লহাটে দুটি নির্বাচনী প্রচার কার্যালয় ভাঙচুর করেছে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের কর্মী-সমর্থকেরা।’
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক বাশার বলেন, এ পর্যন্ত কোনো প্রার্থীই থানায় লিখিতভাবে কোনো অভিযোগ জমা দেয়নি।