ঢাকার আদূরে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া এখানে বাংলাদেশের ৬৪ জেলার মানুষ কর্মজীবনের ব্যস্ত থাকেন আর এই ব্যস্ততার মাঝেই সুযোগসন্ধানী মাদক ব্যবসায়ীরা ওত পেতে থাকে। তেমনি এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেছে আশুলিয়া থানা চৌকস পুলিশ অফিসার (এসআই) হারুন-অর-রশিদ।
এ সময় তার নিকট হতে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
বুধবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ। এসআই হারুন অর রশিদ তার ব্যক্তি- ফেসবুক প্রোফাইল থেকে স্ট্যাটাস দিয়ে বলেছেন মাদককে না বলুন।
এরআগে, বুধবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার দক্ষিন চাড়ালপাড়া এলাকা থেকে তাকে আটক হয়। আটক কুলসুম বেগম দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে বলেও জানায় পুলিশ।
গ্রেফতার কুলসুম বেগম আশুলিয়ার চাড়ালপাড়া এলাকার ফজলু মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর-রশিদ বলেন, বুধবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার চাড়ালপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুলসুম বেগম (৪২) নামের এক নারী মাদক ব্যবসীয়কে আটক করা হয়েছে। এ সময় তার নিকট হতে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক কুলসুম বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই চৌকস অফিসার।