কিশোরগন্জে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের সুপ্রীম সীড কোম্পানি লিঃএর ব্লাক কুইন তরমুজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১শে নভেম্বর) বিকাল ৩ টায় জেলার করিমগঞ্জ উপজেলায় বারোঘরিয়া ইউনিয়নের চতল গ্রামে স্হানীয় একটি মাঠে মাঠ দিবস টি অনুষ্ঠিত হয়েছে।
জনাব, মোঃ সাইফুল ইসলাম উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, করিমগঞ্জ এর সভাপতিত্বে সুপ্রীম সীড কোম্পানির কিশোরগঞ্জ জেলার সেলস অফিসার রতন কুমার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত কোম্পানির সিলেট রিজিওন এর রিজিওনাল ম্যানেজার জনাব মোঃ ফজলুল করিম রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক সুপ্রিম সীড কোম্পানি লিঃ এর করিমগঞ্জ উপজেলার পরিবেশক মোঃ আওয়াল মিয়া।
অনুষ্ঠানে চাতল গ্রামের
কৃষক মোঃ কপিল উদ্দিন বলেন আমি সুপ্রীম সীড কোম্পানি লিঃ এর ব্লাক কুইন তরমুজ চাষ করে এ বছর ১০ শতাংশ জমিতে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করে প্রায় দেড় লক্ষাধিক টাকা আয় করবো বলে মনে করছি।বর্তমানে আমার ব্লাক কুইন তরমুজ
গাছের বয়স-৬০ দিন,
ফলনের সংখ্যা -৪৫০টি (বিক্রি উপযোগী)
প্রতিটি তুরমুজের ওজন প্রায় ৩-৫ কেজি। তিনি তার বক্তব্যে তরমুজ চাষিদেরকে ব্লাক কুইন তরমুজ চাষের পরামর্শ দেন।
মাঠ দিবসে প্রধান অতিথি সুপ্রীম সীড কোম্পানি লিঃ এর রিজিওনাল ম্যানেজার তরমুজ উৎপাদনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।
তিনি বলেন এটি অল্প সময়ে বাজার জাত করা যায়, বার মাস চাষাবাদ করা যায়, তবে
ফাল্গুন -আষাঢ় মাসে আরো ভালো ফলন পাওয়া যায়।বক্তব্য উনি আরো বলেন, কৃষি অফিস এবং সাংবাদিকগণ তথ্যগত প্রযুক্তিকে কাজে লাগালে উক্ত ব্লাক কুইন তরমুজ চাষ অনেক সহজে এ ব্লাক কুইন তরমুজ চাষে কৃষকের আগ্রহ আরো বাড়বে বলে তিনি মনে করেন।
উক্ত মাঠ দিবসে প্রায় ৭৫জন কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত এলাকার সার, কীটনাশক, বীজ ব্যবসায়ক,টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।