1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
আইপিএলের নিলাম শেষে মুস্তাফিজদের নিয়ে বার্তা দিলো চেন্নাই গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান

এক সপ্তাহ বাইরে তাসকিন, নিউজিল্যান্ড সফরেও নেই তামিম

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

‘তাসকিন যেভাবে বোলিং হাতে চোট নিয়েও মাঠে ফিরেছে, তা প্রশংসনীয়’—ম্যাচের পর নিজ দলের ফাস্ট বোলারকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিতই ছিলেন মাহমুদ উল্লাহ। সেটি খুব স্বাভাবিকও। পাকিস্তানের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারেই চোট নিয়ে বেরিয়ে যান তাসকিন। ইনিংসের দশম ওভারে হাতে টেপ পেঁচিয়ে ফিরে দারুণ বোলিংও করেন। তবে ম্যাচের পর তাঁকে যেতে হয়েছে হাসপাতালে। সেখানে বোলিং হাতে সেলাইও দিতে হয়েছে বলে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না তিনি।

একই দিনে লন্ডন থেকে এসেছে তামিম ইকবালের নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে পড়ার খবর। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ থেকে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট নিয়ে ফেরা তামিমের অবস্থা জানাতে গিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আজ সে লন্ডনে ডাক্তারের সঙ্গে দেখা করেছে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানালেও ডাক্তার ওকে এক মাসের বিশ্রাম দিয়েছে। অর্থাৎ সে নিউজিল্যান্ড সফরেও যেতে পারছে না।’

ওই সফর থেকে আগেই ছুটি নিয়ে রেখেছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। আর তাসকিনের বিষয়ে দেবাশীষের বক্তব্য, ‘সেলাই লেগেছে। এক সপ্তাহ পর যেতে বলেছে। তখন সেলাই খুললে বোঝা যাবে কী অবস্থা। ওই সময় পর্যন্ত সে ঢাকাতেই থাকবে।’

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওভারে আক্রমণে এসে তিন রান দেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারে চোট। টেপ পেঁচিয়ে ফিরে প্রথম ওভারে দেন ৯ রান। আর ১৭তম ওভারে মাত্র চারটি সিঙ্গেল দিয়ে বাংলাদেশের ম্যাচে ফেরার পথ খোলেন। উইকেট না পেলেও ৩.১ ওভার বোলিং করে দেন মোটে ১৬ রান।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব