1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

টাকা আত্মসাতের অভিযোগে তিন ভূমি কর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

ভূমি উন্নয়ন করের টাকা সরকারি কোষাগারে জমা না করে আত্মসাতের অভিযোগে ভূমি অফিসের এক কর্মকর্তা ও দুই কর্মচারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় কাট্টলী ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেন (৪৮) এবং পাহাড়তলী ভূমি অফিসের কর্মী মো. এমদাদ হোসেন (৪৫) ও মো. আমিনুল ইসলামকে (৩৫) আসামি করা হয়। তাঁদের বিরুদ্ধে ২৫ লাখ ৫৭ হাজার ১৫৬ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ভূমি উন্নয়ন কর সরকারি কোষাগারে জমা না দিয়ে ভুয়া চালান তৈরির মাধ্যমে জমা করার মিথ্যা তথ্য দিয়েছে। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ২০২০-২১ অর্থবছরে ১৪টি চালানের মাধ্যমে ২৫ লাখ ৫৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করেছেন বলে দাবি করেন। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে, প্রকৃতপক্ষে তাঁরা ভুয়া চালান তৈরি করেছিলেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন মামলাটি করে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব