1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

হরিরামপুরে মেয়াদউত্তীর্ণ ঝিটকা বাজার, বণিক সমিতির নির্বাচনের দাবি

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বৃহত্তম বাজার ঝিটকা বাজার। যাকে উপজেলার প্রাণকেন্দ্রও বলা হয়ে থাকে কিন্তু বর্তমানে ঝিটকা বাজারের মেয়াদোত্তীর্ণ বণিক সমিতি নিয়ে ক্ষুব্ধ সাধারণ ব্যবসায়ীরা।

বর্তমানে মেয়াদউত্তীর্ণ ঝিটকা বাজার বণিক সমিতির নির্বাচনের দাবি জানিয়েছেন বাজারের সাধারণ ব্যবসায়িরা। এ বিষয়ে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান বরাবর ব্যবসায়িদের পক্ষ থেকে একটি লিখিত আবেদনও করা হয়েছে।

বাজারের সাধারণ ব্যবসায়িরা আবেদনে জানান, গত ১৯ ফেব্রুয়ারি’২০১৮ সালে ঝিটকা বাজার বণিক সমিতির সর্বশেষ নির্বাচন হয়েছিল। সমিতির গঠনতন্ত্র অনুযায়ি, কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল ৩ বছর স্থায়ী হইবে। কিন্তু‘ মেয়াদকাল পার হলেও অর্ধ বছরের বেশি হলেও নতুন কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং নির্বাচনের কোন উদ্দ্যোগও নেননি কার্যনির্বাহী কমিটি। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করায় ক্ষুদ্ধ বাজারের সাধারণ ব্যবসায়িরা।

ক্ষুদ্ধ ব্যবসায়িরা জানান, নতুন নির্বাচনের দাবিতে করা আবেদনের অনুলিপি যথাযথ মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানকে দেয়া হয়েছে।

এ ব্যাপারে বাজারের বর্তমান কমিটির সহ-সভাপতি নরেশ চন্দ্র দাশ বলেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক কে নতুন নির্বাচনের ব্যাপারে বারবার বলার পরেও কোন ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে ইউএনও ও চেয়ারম্যান বরাবর অাবেদন করলে চেয়ারম্যান অতি দ্রুত নির্বাচনের অাশ্বাস দেন।

আবেদনে ঝিটকা বাজার বণিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির সকল কার্যক্রম স্থগিত করে নতুন নির্বাচনের দাবি করা হয়। এ বিষয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ব্যবসায়িরা। বাজার কমিটির অধিকাংশ সদস্যই নতুন নির্বাচনের পক্ষে।

সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সেন্টু বলেন, দ্রুতই মিটিং ডেকে ভোটার হালনাগাদ করে নতুন নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করব।

বাজার কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেন ভূইয়া বলেন, খুব দ্রুত আমরা বাজার কমিটির মিটিং ডেকে ভোটার হালনাগাদের ব্যবস্থা নিবো এবং ভোটার হালনাগাদ হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে অতি দ্রুতই বাজার কমিটির সাথে কথা বলে নতুন বাজার কমিটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবো।

মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান জানান, মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে অালোচনা করা হয়েছে এবং পূর্বের কমিটি বাতিল বলে ঘোষনা করা হয়েছে। অতি দ্রুতই নতুন কমিটির ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব