নারীর ক্ষমতায়নের জন্য তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারী ৩২৫ জন নারীর হাতে ভাতার টাকা ও সনদপত্র তোলে দেওয়া হয়েছে। শুক্রবার এই টাকা ও সনদপত্র বিতরণ করেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মেসার্স নুর এন্ড তাজমহলের বাস্তবায়নে দুই মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের পর শুক্রবার সকালে নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। প্রত্যেক নারী প্রশিক্ষনার্থী ২৬ শত টাকা প্রশিক্ষণ ভাতা পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.সাদিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.অলিউর ইসলাম অলি প্রমুখ।