শীত জেঁকে বসার আগেই জমতে শুরু করছে শীতবস্ত্রের কেনাকাটায়। এমনই এক চিত্র দেখা যাচ্ছে আশুলিয়া থানা ধীন বাইপাইল নিউমার্কেটে, এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে কম টাকার কোট-ব্লেজার। দোকানে হরেক রকম কোট-ব্লেজার নিয়ে বসেছেন দোকানিরা।
সনিবার (১৩ ) নভেম্বর ব্লেজার বিক্রি করা প্রায় ৪ – ৫ জন হকারের দেখা মেলে। তারা বলছেন, গত এক সপ্তাহে বিক্রি- কিছুটা বেড়েছে। শীত বাড়লে বিক্রি আরও বাড়বে।
দোকানের সেলসম্যান ফয়েজ উদ্দিন বলেন, এই সপ্তাহে বিক্রি ভালো। সন্ধ্যার পর বিক্রি বাড়ে। আমাদের এই দোকানগুলোতে আটশ থেকে শুরু করে চার হাজার টাকার ব্লেজার পাওয়া যায়।’
দাম কম হওয়ায় অনেকেই একাধিক ব্লেজার কিনে রাখছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা বলেন, ‘প্রতি বছরই আমি এখান থেকে দু-তিনটা ব্লেজার কিনি। শীতে পরে অফিস করি। এক বছর পর আর ব্যবহার করা হয় না।’
দোকানের সেলসম্যান মনির হোসেন বলেন, আমাদের এবারের কালেকশন খুব সুন্দর ও ভালো মানের ফেব্রিক দিয়ে তৈরী করা এসব পোশাক। যদি কোন সমস্যা হয় পরবর্তীতে আসলে চেঞ্জ করে দেই যাতে সুবিধামতো কিনাকাটা করতে পারে সাধারণমানুষ।
দোকান মালিক রফিকুল ইসলাম বলেন, এবারের শীতে আমার দোকানে যারাই কেনাকাটা করবে তাদের জন্য অবশ্যই কম দামে পোশাক বিক্রি করব যাতে মানুষ আমার দোকানে আবারো কেনাকাটা করার জন্য একজন আরেকজনকে পরামর্শ দেয়।
এজন্য এবারের শীতের কালেকশন খুবই ভালো মানের সুতা দিয়ে তৈরি করা ব্লেজার কটি ও প্যান্ট শার্ট গেঞ্জি।
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এসে বাইপাইল নিউমার্কেট নিচতলায় আমার দোকান থেকে ব্লেজার প্যান্ট কোট কটি গেঞ্জি নিয়ে যাচ্ছে অতি সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে এসব পোশাক।
শাইয়ান এন্ড বস্ত্র বিতান আশুলিয়া বাইপাইল নিউ মার্কেটে নিচতলায়
ছবিটি তোলা হয়েছে আশুলিয়ার বাইপাইল প্রাণকেন্দ্র করিম সুপার মার্কেট পাইকারি কাপড়ের বাজার নিউমার্কেট বলে পরিচিত সবার কাছে।