1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

দুর্নীতিতে চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহজাহান

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

অনিয়ম, দুর্নীতিতে ভরেগেছে লালমোহন সদর ইউনিয়ন ৭ নং ওয়াডের মধ্যপেস্কার হাওলা হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান ( বিরিখোর শাহাজান) এর বিরুদ্ধে রয়েছে স্কুলের পুরাতন পন্যসামগ্রী বিক্রি করার অভিযোগ, উপবৃত্তি, পরীক্ষার ফি, স্কুলের গাছ বিক্রি, নতুন ভবন নির্মানে ঘুস সহ, স্কুলের সামনে দোকান বসিয়ে বসত ঘরের ভাড়া আদায় নানা অভিযোগ।

যার অভিযোগ তুলে ধরেন মধ্যপেস্কার হাওলা হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একোক ডোনারে মৃতঃ আবদুল হাকিমের জৈষ্ঠ পুত্র বত্যমান ডোনার আবদুল সাত্তার ( জাহাঙ্গীর)
র্বতমান প্রধান শিক্ষক ( গাঁজাখোর শাহাজাহান) অত্র এলাকার কাউকে গন্য না করে তার নিজের মনগড়া পকেট কমিটি গঠন করে, নিজের স্বাধীন ইচ্ছে মতে কাজ করে যাচ্ছেন ।
দাতা সদস্য দের সম্মান দুরের কথা কোন কাজেই কোন যোগাযোগ নেই ।
র্বতমান দাতা সদস্য দের বক্তব্য প্রধান শিক্ষক ( গাঁজা শাহাজাহান ) কমলবতি ফুলের মতো নিশ পাপ শিশুদের মাঝে সারাক্ষণেই বিরি সিগারেট পান করে।
যেখানে প্রতিদিন সকালের ভোরের সূর্যেরআলো মতো উজ্জ্বল দৃষ্টান্তে বেরে উঠবে প্রতিটি শিশুর সুন্দরজীবন।
যেখান থেকে শুরু হতেথাকে আগামী দিনগুলোর গননা।
আর সেখানেই হয় প্রধান শিক্ষক (গাঁজা শাহজানের) বিরি টানা।
দাতাসদস্যদে অভিযোগ এখানে দুর্নীতিবাজ ( গাঁজা শাহাজাহান ) কি শিক্ষা দেয় বাচ্চাদের?
১৯৮৬ সালে মধ্যেপেস্কার হাওলা হাকিমিয়া ইস্কুল টি প্রতিটিত হয়।
২০/০৬/১৯৮৯ ইং তারিখে অত্র এলাকার শিক্ষারআলো ফুটানোর জন্য, মৃতঃ আবদুল হাকিম ( দাইমদ্দিন ) নিজের ভোগদখলিয় ভুমি নিরসার্থে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে দান করেন। তাতকালিন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোঃ আবে-আবদুল্লাহ, সহকারী শিক্ষক হিসেবে ছিলেন মোঃ আলী-আকবর, ৩র্য় শিক্ষক বর্তমান প্রধান শিক্ষক ( গাঁজা শাহাজাহান ) ও ৪র্থ শিক্ষকিকা হিসেবে ছিলেন কুসুম-রানি দাস।
এ-ই নিয়ম মেনে প্রতিষ্ঠানটি খুবই ভালো ছিলো।
হঠাৎ করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিলামে উঠে।
প্রধান শিক্ষকের চেয়ার দরকষাকষি, ২০০৮ সালে হঠাৎ করে জুয়াতে জিতেগেলো বর্তমানে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক( গাঁজা শাহাজাহান )
এস্থানী তথ্য অনুযায়ী জানা যায়, ২০১৩ সালে স্কুলটি সরকারি ঘোশিত হয়। আর এই সুযোগকে ২০১৬ সালে গাঁজা শাহাজাহান এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আলী-আকবর মধ্যপেস্কার হাওলা হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরিবর্তন হয়ে অন্য জায়গায় যোগদান করেন ।
আলী আকবর কে পরিবর্তন করে, বর্তমান প্রধান শিক্ষক ( গাঁজা খোর শাহজাহান) থেমেছিল না।
এবার প্রকাশ্যে শুরু হয় তার অনিয়ম দুর্নিয়তি,
এইসব অনিয়ম সাহায্য না করতে পেরে, ২০১৭ সালের পরিবর্তন হয় কুসুম-রানি দাস।
স্থানীয় ইউপি সদস্য আল-মামুনকে জিজ্ঞাসাবাদে বলেন, বর্তমান প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির কারণে প্রতিষ্ঠানের দিকে ফিরে তাকাতে ইচ্ছে হচ্ছে না। সে কোথায় থেকে কে বা কাহারা তার পকেট কমিটিতে আসে, আমরা তার কিছুই জানতে পারি না। সে যদি পারত আমাকে ইউপি সদস্য থেকে বাতিল করতে, তাহলে আমাকেও কমিটিতে থাকতে হতো না।
তথ্য সুত্রে যানা জাই বিগত ৬ মাস আগে স্কুল কমিটির মিটিং ছারাই প্রায় ২৫ হাজার টাকার গাছ মাত্র ২০ হাজার টাকা বিক্রি করে।
গাছ বহন কারি আবদুল সহিদ জানায় প্রধান শিক্ষাক গাছগুলো খুব কম দামে বিক্রি করেছেন।
এলাকা বাসিদে জিজ্ঞেস করলে বলেন এ-ই গাঁজাখুর শাহাজান কিছু দিন আগে ও ভাংগারি ক্রেতা জব্বার এর কাছে বেশ কিছু লোহা অন্যনো জিনিস বিক্রি করেছে।
গত বৃহস্পতিবার ঘটনাস্থলে হাতে প্রমা সাংবাদিকদে পুরাতন পন্যসামগ্রী ক্রেতা মোঃ রহিম, ও তার সহকারিকে জিজ্ঞেস করলে তারা অসি কার করেন।
উক্ত ঘটনাস্থল প্রধান শিক্ষা শাহাজাহান কে জিজ্ঞেসা করলে এইসব মিথ্যে বানোয়াট বলে অসি কার করেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব