1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

মৃত্যুদণ্ড নিয়ে বিভ্রান্তিকর খবর : আইনজীবীর দায় দেখছেন আপিল বিভাগ

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

আপিল আবেদন নিষ্পত্তির আগেই দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে গণমাধ্যমে ‘বিভ্রান্তিকর খবরের’ জন্য আইনজীবীর দায় দেখছেন আপিল বিভাগ। আব্দুল মোকিম ও গোলাম রসুল ঝড়ু নামে দুই আসামির দু’টি আপিল আবেদনের একটি নিষ্পত্তি করে রায় কার্যকর করা হলেও অন্য আপিল আবেদন ঝুলে থাকার পেছনে দায় থাকলে তা আইনজীবীর (আসামিপক্ষের) বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এ মন্তব্য করেন। পরে এ বিষয়টি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের কার্য তালিকার ৬ নম্বরে রাখা হয় পরবর্তী নির্দেশনার জন্য।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। অন্যদিকে দুই আসামির আপিল আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান।

এর আগে গত সপ্তাহে গণমাধ্যমে আপিল নিষ্পত্তির আগেই ফাঁসি কার্যকর হওয়ার খবর সঠিক নয় বলে মন্তব্য করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এখন আদালত মনে করছেন, চার বছর আগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই আসামির নিয়মিত আপিলের সঙ্গে জেল আপিলের সমন্বয় না হওয়ার দায়ও আইনজীবীদেরই। ওই মামলার ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসেবে থাকা আইনজীবী বলছেন, দুই আপিলের সমন্বয়হীনতার দায় আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখার। আবার আসামিপক্ষের আইনজীবীর ভাষ্য, কারা কর্তৃপক্ষের অসতর্কতার কারণেই এমন ঘটেছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব