ভারতের মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করে আসার ঘণ্টাখানেক পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি ‘মান্নাতে’ গিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) গোয়েন্দারা।
বৃহস্পতিবার গোয়েন্দারা শাহরুখের বাড়িতে যান। কেন এনসিবির কর্তারা শাহরুখের বাড়িতে গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। খবর এনডিটিভির।
আরিয়ানের জামিন বাতিল হওয়ার একদিন পর বৃহস্পতিবার সকালে শাহরুখ জেলে তার ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছেন। জেলে প্রায় ২০ মিনিট সময় কাটান শাহরুখ খান। তবে গণমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।
প্রসঙ্গত গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়। ৩ তারিখে তাকে সরকারিভাবে গ্রেফতার দেখায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তার পরে ওই মামলায় আরও অনেককে গ্রেফতার করা হয়েছে।
৩ তারিখ থেকেই আরিয়ানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে। গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। ফলে তিনি এখনও জেলেই বন্দি।