চট্টগ্রামের বাঁশখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে বাদশা (৫০) নামে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাহারিয়া বাজারে এ ঘটনা ঘটে।
মৃত বাদশা বাহারিয়া বাজারের একটি দোকানে কর্মচারী ছিলেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে বাঁশখালী উপজেলার বাহারিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এসময় দোকানের ভেতরে থাকা একজন কর্মচারী দগ্ধ হয়ে মারা গেছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় দোকানের ভেতরে বাদশার অবস্থানের বিষয়টি স্থানীয়রা জানতেন না। এজন্য তাকে বের করার কোনো চেষ্টাও করা হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর তার মরদেহ পাওয়া যায়।