1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ, দগ্ধ ১০

শাহজালালে করোনা পরীক্ষায় ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) বিভিন্ন দেশের যাত্রীদের দ্রুত করোনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ছয় প্রতিষ্ঠান স্থাপিত ল্যাবে এ কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠানগুলো হলো স্টেমজ হেলথকেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ১০০ প্রবাসীকর্মীর নমুনা সংগ্রহ ও ল্যাবরেটরিতে স্থাপিত যন্ত্রপাতির মাধ্যমে নমুনা পরীক্ষার রিপোর্ট তৈরি হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই এ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভাইরোলজিস্টরা বিমানবন্দরে হাজির হয়েছেন।

এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম গতকাল শনিবার চালুর কথা থাকলেও তা হয়নি। ল্যাবরেটরির অবকাঠামো ও যন্ত্রপাতি স্থাপিত হলেও এগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা দেখার জন্য কারিগরি কমিটির বিশেষজ্ঞ সদস্যরা বৈঠক করেন।

বাংলাদেশসহ ১০টি দেশ থেকে আগতদের জন্য ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দর থেকেই করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদের বাধ্যবাধকতা জুড়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। তবে এই পরীক্ষা আরটি-পিসিআর পদ্ধতিতে হতে হবে বলে জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।

তাদের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, যাত্রীরা নেগেটিভ সনদ নিয়ে গেলেও আরব আমিরাতে প্রবেশ করার পর আবার করোনা পরীক্ষা করা হবে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে দেশটি। এরপর সিদ্ধান্ত হয়, বিমানবন্দরে করোনা পরীক্ষা হবে। পরীক্ষামূলকভাবে গত বুধবার আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করে ৪৬ জন যাত্রীকে দুবাই পাঠানো হয়।

এরপর বৃহস্পতিবার বিকেলে ল্যাব বসানোর স্থান পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আরটি-পিসিআর মেশিনে করোনা পরীক্ষা করতে পারবেন প্রবাসীরা।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল এই ল্যাব চালু হয়নি। স্বাস্থ্য বিভাগের কারিগরি কমিটির ইতিবাচক সাড়া না পাওয়ায় যাত্রার ছয় ঘণ্টা আগে ল্যাবগুলো থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ শুরু করা যাচ্ছে না।

বিমানবন্দর সূত্র জানায়, আরটি-পিসিআর পরীক্ষার অবকাঠামোগত প্রস্তুতি এখনো চলছে। ছয়টি পরীক্ষাকেন্দ্র ও ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব