1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ, দগ্ধ ১০

ধানমন্ডিতে মেয়র তাপসের কুৃশপত্তলিকা দাহ !

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

নিজস্বপ্রতিবেদক: ডেঙ্গু মশার প্রকোপ থেকে বাচঁতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামণা করে মানববন্ধন করেছে ধানমন্ডি এলাকার সাধারন মানুষ। সেইসাথে দক্ষিন সিটি মেয়রের একটি প্রতীকী কুশ পুত্তলিকাও দাহ করে বিক্ষুব্ধ নগরবাসী। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি-সায়েন্স ল্যাবরেটরী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রতিদিনই রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ হু-হু করে বাড়ছে উল্লেখ করে দক্ষিন সিটি মেয়র ফজলে

নুর তাপসের কড়া সমালোচনা করেন বলেন, প্রতিদিন গড়ে ৫শ জন মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আর বর্তমান নগর পিতা বিদেশে গিয়ে রিল্যাক্সড করছেন। ভোট দিয়ে কালশাপ নির্বাচিত করেছে অভিযোগ করে বক্তারা বলেন, অতিষ্ঠ নগরবাসী একদিকে মৃত্যৃ ঝুকিতে আছে আর মেয়র আছেন বিদেশে ফুর্তিতে। সিটি মেয়র তাপসের ব্যর্থতার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করারও আহ্বান জানানো হয় ধানমন্ডিতে অনুষ্ঠিত এই মানববন্ধ থেকে। এসময় পুরান ঢাকার নাগরিক উদ্যোগের সভাপতি মোহাম্মদ নাজিম,বিডি টুরিস্ট সাইক্লিংয়ের সমন্বয়ক আশিক উদ্দীন সৈনিক,মানব অধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন, বাংলাদেশ সচেতন নাগরিক সমাজের কো সমন্বয়ক রানা রহমান বক্তব্য রাখেন।

 

এক সমীক্ষায় দেখা গেছে, রাজধানীতে প্রতিদিন প্রায় ৫ শ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় হাসপাতালে ভর্তি হচ্ছেন। অথচ এ নিয়ে সিটি কর্পোরেশনের দৃশ্যমান কোন উদ্যোগ নেই।
তাই মেয়র তাপসের ওপর হতাশ ও অতিষ্ঠ হয়ে রাজধানীতে মানববন্ধন করেছে ধানমন্ডি এলাকাবাসী।

 

পরে মেয়র তাপসের একটি প্রতীকী কুষপত্তলিকাও দাহ করে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব