1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
গণঅভ্যুত্থান ব্যর্থ হলে আবারও অন্ধকারে ফিরে যেতে হবে: মির্জা ফখরুল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা শেখ হাসিনাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে যা বলা হয়েছে আবারও পাকিস্তান থেকে চট্টগ্রাম আসছে পণ্যবাহী সেই জাহাজ বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস তাহসানকে পেয়ে আনন্দিত শাকিব খান বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান নারায়ণগঞ্জে এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ, দগ্ধ ১০

পাইলট বাবার ক্যাপ মাথায় দিয়ে ঘুরতেন নওশাদ

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

বিমানে অসুস্থ হওয়ার পর মারা যাওয়া ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের সঙ্গে স্বজন, বন্ধু ও সহকর্মীদের অতীতের গল্পগুলো এখন শুধুই স্মৃতি। কয়েকদিন আগেও যার সঙ্গে কথা হয়েছে, তিনি আর কোনোদিন কথা বলবেন না। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উত্তরার ৭ নম্বর সেক্টরের বাড়ি থেকে গোসল করিয়ে, সাজিয়ে গুছিয়ে চির বিদায় দেওয়া হলো নওশাদকে। বন্ধুদের গল্পে থাকলেও তিনি আর কোনোদিন যোগ দেবেন না আড্ডায়।

ক্যাপ্টেন আব্দুল কাইয়ুমের একমাত্র ছেলে নওশাদ আতাউল। বাবাও এক সময় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ছিলেন। ছোট বেলায় বাবার ক্যাপ মাথায় দিয়ে ঘুরতেন নওশাদ। সেই স্মৃতির কথা বললেন নওশাদের বাবার বন্ধু বদরুল আলম। তিনি বলেন, ‘খুব শান্ত ছেলে, চুপচাপ থাকতো। ছোট থেকেই তার মধ্যে পাইলট হওয়ার স্বপ্ন ছিল। বাবার ক্যাপ মাথায় দিয়ে ঘুরতো।’

বদরুল আলম বলেন, ‘আমার বন্ধু কাউয়ুম মারা গেলো এ বছরের ২৮ ফেব্রুয়ারি। নওশাদ এত দ্রুত চলে গেলো, আমাদের জন্য এটা বজ্রপাতের মতো। আমি জানি না এই শোক কীভাবে তার পরিবার সইবে।’

নওশাদের স্কুলের বন্ধু নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। উত্তরার বাড়িতে এসেছেন তিনি, বন্ধুকে শেষ বিদায় জানাতে। অমিতাভ রেজা বলেন, ‘স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। সে খেলতে পছন্দ করতো, ফুটবল খেললে গোলকিপার থাকতো। ছোটবেলায় কাগজের বিমান বানিয়ে ঘুরতো।’

বন্ধুদের কাছে মিশু নামেই পরিচিত ছিলেন নওশাদ। তার আরেক ছোট বেলার বন্ধু খন্দকার মোহাম্মদ জিয়া বলেন, ‘কারও কোনও বিপদের কথা শুনলেই সে এগিয়ে গিয়েছে। কাউকে কোনোদিনও খারাপভাবে কথা বলতো না। খুবই মিষ্টভাষী ছিল।’

খেতে ভালোবাসতেন নওশাদ। তার বন্ধু রানা বলেন, ‘বাসায় আসার কথা বললেই বলতো কী খাওয়াবি। বিরিয়ানি পছন্দ করতো বেশি। কিছুদিন আগেই আমাকে ফোন করে জিজ্ঞেস করলো, কী রান্না করেছি? ছোট মাছ ছিল বলে আসেনি। হেসে বলে, ভালো খাবার না থাকলে বাসায় যাবো না।’

সহকর্মীদের কাছেও প্রাণবন্ত মানুষ ক্যাপ্টেন নওশাদ। বিমানের ডেপুটি চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন আনিস আহমেদ বলেন, ‘একজন পাইলট তৈরি হতে ১০-১৫ বছর লেগে যায়। তার নেশার মধ্যে ছিল ফ্লাই করা। তার মতো পাইলটের চলে যাওয়ায় বিমান সম্পদ হারিয়েছে।’

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৬ ফ্লাইটে ক্যাপ্টেন নওশাদের মরদেহ ঢাকায় আসে। তার মরদেহ বহনকারী ফ্লাইটের পাইলট ছিলেন ক্যাপ্টেন আহমেদ ইমরান। তিনি বলেন, ‘তার মতো মানুষকে আমরা সব সময় মিস করবো। বিমানের জন্য সে ছিল সম্পদ। একজন দক্ষ পাইলটকে শুধু হারায়নি, একজন ভালো মানুষকেও হারিয়েছি আমরা।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব