1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
নেইমারের বদলি মেসি, আলো ছড়ালেন এমবাপ্পে (ভিডিও) - Dainik Deshbani
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে কাউন্সিলর হত্যা, নারীসহ আরও তিনজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধূমকেতুটি দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে ফের শিক্ষার্থী সংযুক্তির সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার ২০২৪ সালে হজ্জ পালন করেছে ১ কোটি ৩০ লাখ মানুষ সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে নির্বাচন কখন হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন ঘটনায় পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ দেশে ফিরছেন বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক ৯ বছর পর

নেইমারের বদলি মেসি, আলো ছড়ালেন এমবাপ্পে (ভিডিও)

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ৩০ আগস্ট, ২০২১

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। পিএসজির জার্সিতে মাঠে দেখা গেল লিওনেল মেসিকে।

পিএসজিতে মেসির অভিষেক ম্যাচে রাঁসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচটি ২-০ গোলে জয় এসেছে।

তবে এই জয়ে মেসির তেমন কোনো অবদান নেই। মেসির অভিষেকে আলো ছড়িয়েছেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে।

দুটো গোলই এসেছে তা পা থেকে।

রোববার রাতের ম্যাচে দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রেখেছিল পিএসজি। কিন্তু লক্ষ্য বরাবর বেশি শট রাঁসেই নিয়েছে। মোট ১২টি শট নেয় পিএসজি, যার মাত্র তিনটি ছিল লক্ষ্যে।

আর পিএসজির পোস্ট বরাবর ১১টি শট নিয়েছে রাঁস, যার চারটি ছিল লক্ষ্যে।

তারকায় ঠাসা পিএসজির প্রথম দিকের খেলা কিছুটা এলোমেলো দেখা গেছে। সেই সুযোগে প্রথম আট মিনিটে বেশ কয়েকটি আক্রমণ করে রাঁস।

দশম মিনিটে প্রথম আক্রমণ শানায় পিএসজি। বল পাশের জালে মারেন এমবাপ্পে।

এর ছয় মিনিট পর আর পাশের জালে পাঠাননি এমবাপ্পে। ডান দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রসে হেডে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর ফিরে এসে ৫১তম মিনিটে পিএসজির জালে বল জড়িয়ে দেন রাঁসের মার্শাল মুনেতসি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাতিল হয়ে যায় সেই গোল।

৬৩তম মিনিটে রাঁসের শিবিরে ফের আঘাত হানেন এমবাপ্পে। এ গোলে বড় অবদান রয়েছে পিএসজির মরক্কান তারকা আশরাফ হাকিমির। প্রতি-আক্রমণে উঠে ডান দিক থেকে কিছুটা এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে বল বাড়ান। দ্রুতগামী এমবাপ্পে দৌড়ে গিয়ে পা ছুঁইয়ে দিয়ে বল জালে জড়িয়ে দেন।

২-০ গোলে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা।

পুরোটা সময়জুড়ে নিষ্প্রভ দেখা গেছে পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ৬৬তম মিনিটে তাকে তুলে মেসিকে নামান কোচ পচেত্তিনো। এ গ্যালারি থেকে ভেসে আসছিল মেসি মেসি চিৎকার।

তবে মেসি তেমন সুযোগ করতে পারেননি। কারণ মেসি নামার পর থেকেই তাকে ঘিরে রাখে রাঁসের খেলোয়াড়রা। মাঠে নামার পাঁচ মিনিট পর ফাউলের শিকার হন মেসি। শেষ দিকে আরও একবার কড়া ট্যাকলের শিকার হন মেসি। যে কারণে পিএসজির জার্সিতে অভিষেকটা দারুণ হয়নি মেসি।

রেফারির শেষ বাঁশিতে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর দল।

ম্যাচ হাইলাইটস দেখুন –

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব