এন এইচ শাওন আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা থানা পুলিশ ১টি প্রইভেটকার থেকে ২শত ভরি স্বর্ণ অলংকার উদ্ধার ও ৩ জনকে আটক করেছে।
গতকাল বুধবার (১৮আগস্ট) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা -আলমডাঙ্গা মহাসড়কের আলমডাঙ্গা পৌর এলাকায় বন্ডবিল সিমানা পিলারের নিকট স্থান থেকে পুলিশ প্রাইভেটকারটি আটক করে। আটককৃত দর্শনা থানার শামপুর গ্রামের নূর ইসলামের ছেলে বাপ্পী মন্ডল(৩০) সে প্রাইভেটকার চালক, মাদারীপর জেলার সদর থানার জালালপুর গ্রামের মোঃ বাবু হলদারের ছেলে শিমন হলদার (২৭) ও চুয়াডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের বনানী পাড়ার লিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন(৩০)। পাচারকারিরা ভারত থেকে এনে দর্শনা সিমান্ত দিয়ে পার করে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য স্বর্ণ অলংকার নিয়ে যাচ্ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানা গেছে।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্ত থেকে প্রাইভেটকার যার নং ঢাকা মেট্টো-গ ১৭-৮৩৩২ কার যোগে স্বর্ণ চোরাচালানিরা স্বর্ণের তৈরি করা অলংকার আলমডাঙ্গার প্রধান রোর্ড দিয়ে প্রাইভেট কার যোগে ঢাকায় পাচার করছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর নেতৃত্বে এসআই আব্দুল গাফ্ফার, এসআই তৌকির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা -আলমডাঙ্গা মহাসড়কের আলমডাঙ্গা পৌর এলাকায় বন্ডবিল সিমানা পিলারের নিকট স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিন জনকে আটক করা করে প্রাইভেট কারটি তল্লাসী করে ২ শত ভরি স্বর্ণ অলংকার উদ্ধার করে। যার মূল্য দেড় কোটি টাকা। পাচারকারি ৩ জনকে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে জড়িয়ে যেতে পারে রাঘববোয়ালদের নাম। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।