মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হেয়েছে। পুনাকের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়। “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি”এই স্লোগানকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশব্যাপি সামাজিক বনায়ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে লালমনিরহাট জেলায় পুলিশ লাইন্স মাঠে পুনাকের আয়োজনে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
বুধবার দুপুরে পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুনাক কর্তৃক আয়োজিত এই সামাজিক বনায়ন কর্মসূচি তে লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা উদ্বোধন করেন এবং বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান সহ পুনাকের নেত্রীবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ।