1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জামাই-শ্বশুরের

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৪ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জের নিকলী হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৩ আগস্ট) রাতে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল এলাকার বড় হাওরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৪৭) ও তার ভাতিজি জামাই গাছধরহাটি গ্রামের কেনু মিয়ার ছেলে শফিকুল (৩৫)।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে নৌকা নিয়ে কারপাশার বড় হাওরে মাছ ধরতে যান সাত জেলে। রাত ১টার দিকে বজ্রপাতে দগ্ধ হন চারজন। আশংকাজনক অবস্থায় তাদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক জলহু ও শফিকুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর অবস্থায় শহরমুল উত্তরহাটি গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে কামরুল (৩০) ও একই গ্রামের সোয়াদ আলীর ছেলে মোতালিবকে (৪০) উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব