জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে থাকতে পারলেন না তিনি। তরুণ প্রজন্মকে আর জানাতে পারবেন না একাত্তরের সেই রণকৌশলের কাহিনি। ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর আশাবট গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম (৭০) মারা গেছেন। গতকাল রবিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিচক্ষণ এ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। এলাকায় সকলের কাছে তিনি শ্রদ্ধাভাজন। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তরুণ প্রজন্মসহ অনেকেই তাঁর কাছে শুনতেন। মহান এ বীরের মৃত্যুতে গতকাল এলাকায় শোকের ছায়া নামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার জানান, বীর এ যোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় আজ জোহরের নামাজের পর নিজ বাড়িতে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।