গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, ছাত্রজীবন থেকে রাজনীতি করে মামলা খায়নি। কিন্ত গাজীপুর সিটির মেয়র হয়ে রাস্তাঘাট সড়ক নির্মাণ করতে গিয়ে কমপক্ষে ২০০ মামলা খেয়েছি। এতে আমার দুঃখ নেই। জনগণ আমাকে ভোট দিয়েছে আমি উন্নয়ন দিচ্ছি। গ্রামকে শহরে রূপান্তর করছি।
শনিবার দুপুরে নিজ বাসভবনে গাজীপুর মহানগর জাতীয় পার্টির নব নির্বাচিত কমিটির নেতাদের এক মত বিনিময় সভায় এসব কথা বলেন গাসিক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
গাজীপুরের উন্নয়ন চিত্র তুলে ধরে মেয়র আরও বলেন, সব ধর্মের মানুষের জন্য আমার উন্নয়ন। রাস্তা ঘাট ব্রিজ -কালভার্ট, জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছি। যার সুফল সব ধর্মের মানুষই ভোগ করবেন। আমার বিশ্বাস আমার উন্নয়নের কথা জনগণ মনে রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক এম এম নিয়াজ উদ্দিন,সদস্য সচিব মোশাররফ হোসেন,হারুন রশিদ, বাবু পবন ঘোষ,সালাম মোল্লা প্রমুখ।