1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

রূপগঞ্জ ট্রাজেডি: নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দাবি

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১০ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, দগ্ধদের বিনাপয়সায় সুচিকিৎসা এবং যাদের কর্মক্ষমতা থাকবে তাদের সারাজীবনের আয়ের অর্ধেক পরিমাণ আর যারা কর্মক্ষমতা হারাবে তাদের সারাজীবনের আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শুক্রবার (৯ জুলাই) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি করেন।

নেতারা সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে শিশু শ্রমিকসহ ৫৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পরও মুনাফালোভী শিল্পকারখানার মালিকদের শিল্পকারখানায় অগ্নিকাণ্ড এড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ না করা নিছক গাফিলতির পর্যায়ে পড়ে না। মুনাফালোভী মালিকরা তাদের কারখানাগুলোকে শ্রমিকের শ্রমশোষণ ও মৃত্যুফাঁদ বানিয়ে রেখেছেন। ফলে শিল্পকারখানাগুলোতে অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু নিছক দুর্ঘটনা নয় বরং কাঠামোগত হত্যার শামিল।

নেতারা সেজান কারখানার মালিককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়ার দাবি এবং নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, দগ্ধদের বিনাপয়সায় সুচিকিৎসা এবং যাদের কর্মক্ষমতা থাকবে তাদের সারাজীবনের আয়ের অর্ধেক পরিমাণ আর যারা কর্মক্ষমতা হারাবে তাদের সারাজীবনের আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার দাবি জানান।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব