সূচকের উত্থানে সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।
এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৬ হাজার ১৯৬ পয়েন্ট থেকে। বেলা ১১টা পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ২৩৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৩৬ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৪৬ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৫টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৮৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৮ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে।